তামিমের ভাগ্যে কী আছে আজ?
তামিম ইকবাল খান—বাংলার ক্রিকেটের অবিসংবাদিত সেরা ওপেনার। গত ১৭ বছরে ওপেনিংয়ে তামিমের সঙ্গী অনেকেই হয়েছেন, কিন্তু একপ্রান্তে তিনি অবিচল ছিলেন। তামিমকে ছাড়া বাংলাদেশ দল ছিল ভাবনাতীত। তবে, ভাবনার বাইরের ব্যাপারটিই ঘটে গেল গত ওয়ানডে বিশ্বকাপে। তামিমকে ছাড়া বিশ্বকাপে যায় বাংলাদেশ ক্রিকেট দল।
২০২৩ সালটা ছিল তামিমময়। ইতিবাচক নয়, আগাগোড়া নেতিবাচকতা ও হতাশায় মোড়ানো। হঠাৎ অবসর, ফের ফিরে আসা, অধিনায়কত্ব ছাড়া, বিশ্বকাপে না যাওয়া, সাকিবের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে আসা—জাতীয় দলের চেয়ে বেশি আলোচনায় ছিলেন তামিম। এরপর থেকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছেন। ফরচুন বরিশালের হয়ে খুব একটা আলো ছড়াতে পারছেন না। বিপিএলের আগে জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না সেটি জানা যাবে চলতি আসর চলাকালীন। সেই দিনটি হয়তো আজ সোমবার (১২ ফেব্রুয়ারি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হবে আজ। তামিমের সঙ্গে একাধিকবার কথা হয়েছে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের। আজকের সভায় তামিম ইস্যুর গুরুত্ব রয়েছে ওপরের দিকেই। হয়তো সভা শেষে জানা যাবে তামিম থাকছেন কি না। পাশাপাশি তামিম-সাকিব ইস্যুর তদন্ত প্রতিবেদনও আছে বিসিবির হাতে। সিদ্ধান্ত হবে সেটি নিয়েও। সবমিলিয়ে বিসিবির এই সভার দিকে তাকিয়ে তামিম ভক্তরা।