তিন ফরম্যাটেই বাংলাদেশের নতুন অধিনায়ক শান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুরে বিসিবি কার্যালয়ে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। বিভিন্ন এজেন্ডা নিয়ে আজকের সভায় আলোচনা হয়। যাতে অন্যতম ছিল অধিনায়ক ইস্যু।
সভা শেষে সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি জানান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সাকিব আল হাসান দায়িত্ব ছাড়বেন, এটি সবার জানা ছিল। কে হবেন নতুন অধিনায়ক কৌতূহল ছিল তা নিয়ে। সভা শেষে সবার কৌতূহল মেটান বিসিবি সভাপতি। সাকিবের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা শান্তকেই করা হয়েছে পূর্ণ মেয়াদের অধিনায়ক।
নাজমুল হাসান বলেন, ‘অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনাটা সবচেয়ে বেশি সময় নিয়ে হয়েছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শান্তকে তিন ফরম্যাটেই অধিনায়ক করার। অন্তত এই বছরটার জন্য। সাকিব সুস্থ হলে সেই হবে আমাদের অধিনায়ক।’