তামিম ইস্যুতে যে সিদ্ধান্ত নিল বিসিবি
তামিম ইকবালকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে তামিম বলেছিলেন, চলতি বিপিএলের মাঝপথেই আসতে পারে একটি সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না সেটি জানা যাবে এই সময়ের মধ্যে। সেই দিনটি হয়তো আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) হবে, এমন ভাবনা ছিল সবার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে আজ। তামিমের সঙ্গে বিভিন্ন সময়ে একাধিকবার কথা হয়েছে বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের। তবে, সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন, তামিমের সঙ্গে আবার কথা বলবেন তিনি।
বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের সঙ্গে আমি আবার বসব। বিসিবির কর্মকর্তারাও বসবেন। শিগগিরই এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাব আমরা।’
এর আগে, ২০২৩ সালটা ছিল তামিমময়। ইতিবাচক নয়, আগাগোড়া নেতিবাচকতা ও হতাশায় মোড়ানো। হঠাৎ অবসর, ফের ফিরে আসা, অধিনায়কত্ব ছাড়া, বিশ্বকাপে না যাওয়া, সাকিবের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে আসা—জাতীয় দলের চেয়ে বেশি আলোচনায় ছিলেন তামিম। এরপর থেকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি।