বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন যারা
নতুন বছরে ২১ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির কার্যনির্বাহী পর্ষদের সভা শেষে নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে অবশ্য খুব বেশি চমক নেই।
অনুমিতভাবেই চুক্তিতে নেই তামিম ইকবালের নাম। কারণ কেন্দ্রীয় চুক্তি হতে আগেই নিজের নাম সরিয়ে নিয়েছেন দেশসেরা ওপেনার। এছাড়াও পেসার ইবাদত হোসেন, ব্যাটার আফিফ হোসেন ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন। টেস্টের চুক্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।
নতুন করে চুক্তিতে ঢুকেছেন তানজিম হাসান সাকিব, তাকে ওয়ানডেতে রাখা হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন তাওহিদ হৃদয়। তিন সংস্করণের জন্য কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে। তারা হলেন—লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে কেবল ওয়ানডেতে।
আগের বছর টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা নুরুল হাসান সোহান এবার আছেন কেবল টি-টোয়েন্টিতে। তার সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটে আরও আছেন নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান। আগের বছর চুক্তিতে না থাকা নাঈম হাসান এবার টেস্টের চুক্তিতে জায়গা ফিরে পেয়েছেন। সাদা পোশাকের চুক্তিতে আরও আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
মুশফিকুর রহিম আছেন টেস্ট ও ওয়ানডের চুক্তিতে। এছাড়াও দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে।