পাঁচ ঘণ্টার বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত নিল বিসিবি
ঘড়ি কাটায় তখন বেলা আড়াইটা। বহুল প্রতীক্ষিত বোর্ড সভায় যোগ দিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হাজির হন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এরপর টানা পাঁচ ঘণ্টা ধরে চলে বিসিবির বোর্ড সভা। একনজরে জেনে নেওয়া যাক বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত নিল বিসিবি।
গাজী আশরাফ লিপু প্রধান নির্বাচক, বাদ নান্নু-বাশার
প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব গাজী আশরাফ হোসেন লিপুকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের আরও দুই নির্বাচক খান আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। এতদিন ধরে জাতীয় দলের প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। তার সঙ্গে ছিলেন হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। গত বছরের ডিসেম্বরে বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়।
সাকিব বাদ, তিন সংস্করণেই অধিনায়ক নাজমুল শান্ত
সাকিব আল হাসানের চোটে বিশ্বকাপেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেও অধিনায়ক ছিলেন এই তরুণ। চৌকশ নেতৃত্বে নজরও কাড়েন সবার। তখন থেকেই গুঞ্জন তিনিই হতে যাচ্ছেন স্থায়ী অধিনায়ক। শেষ পর্যন্ত তিন সংস্করণে তাকেই বাংলাদেশ দলের অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।
কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
আগামী এক বছরের জন্য তিন ফরম্যাট মিলিয়ে ২১ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদউল্লাহ রিয়াদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে শেষমেশ ওয়ানডেতে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। তবে, চুক্তি থেকে না সরিয়ে নেওয়ায় রাখা হয়নি ওপেনার তামিম ইকবালকে।
বিসিবিতে নতুন পদ পাচ্ছেন নান্নু-বাশার
চুক্তি শেষ হওয়ার কারণে নতুন করে আর চুক্তি নবায়ন করা হয়নি সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে। তবে তারা নির্বাচকের দায়িত্বে না থাকলেও থাকবেন বিসিবির অন্য পদে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।
তামিম ইস্যুতে বাড়ল অপেক্ষা, ফের আলোচনার সিদ্ধান্ত
তামিমকে নিয়ে বোর্ড সভায় আলোচনার বিস্তারিত গণমাধ্যমকে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও তিনি রেখে গেছেন অনেক ধোঁয়াশা। ফরচুন বরিশালের হয়ে খেলতে আপাতত চট্টগ্রামে অবস্থান করছেন তামিম। সেখান থেকে বিপিএল ঢাকায় ফিরলে তখন সাবেক অধিনায়কের সঙ্গে বসবে বোর্ডের একাধিক কর্মকর্তা। এরপর দ্বিতীয় দফায় আবার আলোচনা করবেন পাপন নিজে। এরপরই জাতীয় দলে তার ভবিষ্যত সম্পর্কে জানা যাবে।