লিটনের কুমিল্লাকে চ্যালেঞ্জ জানাল বিজয়ের খুলনা
জমে উঠেছে বিপিএলে শেষ চারে ওঠার লড়াই। শুরুর দিকে পয়েন্টস টেবিলের শীর্ষে ছিল বিজয়ের খুলনা টাইগার্স। এরপর শেষ চার ম্যাচে হেরে প্লে-অফে পথ অনেকটা কঠিন করে ফেলেছে দলটি। হারের বৃত্ত ভাঙার মিশনে লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে মাঝারি লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৪ রান তোলে খুলনা টাইগার্স। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন এভিন লুইস।
ব্যাট হাতে দারুণ শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার অ্যালেক্স হেলস ও আফিফ হোসেন। এই দুইজনের ৩২ রানের জুটি ভাঙে হেলসের বিদায়ে। ফোর্ডের বলে বোল্ড হয়ে ফেরেন হেলস। আউটের আগে করেন ১৭ বলে ২২ রান। এরপর অধিনায়ক বিজয়কে নিয়ে ফের জুটি গড়েন হেলস। এই জুটিতে যোগ হয় আরও ৩৭ রান।
দলীয় ৬৯ রানের মাথায় বিজয়ের বিদায়ে দ্বিতীয় উইকেট হারায় খুলনা। ১৩ বলে ১৮ রান আসে এই ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে। বিজয়ের বিদায়ের পর দ্রুতই ফেরেন আরেক ব্যাটার আফিফ হোসেন। ৩৩ বলে ২৯ আসে এই বাঁহাতি ব্যাট থেকে।
এরপর মাহমুদুল হাসান জয়কে নিয়ে দারুণ এক জুটি গড়েন এভিন লুইস। এই জুটিতে যোগ হয় আরও ৫৭ রান। দলীয় ১২৮ রানের মাথায় জয়ের বিদায়ে ভাঙে এই জুটি। ১৯ বলে ২৮ রান আসে তার ব্যাট থেকে। জয়ের বিদায়ের পর লুইসও বেশিক্ষণ টিকতে পারেনি। দলীয় ১৩৯ রানের মাথায় ফেরেন তিনি। আউটের আগে করেন ২০ বলে ৩৬ রান। শেষমেশ ১৬৪ রানে থামে খুলনা।