বিদেশি ক্রিকেটারের সঙ্গে সোহানের হাতাহাতির অভিযোগ গুজব : শানিয়ান তানিম
চলতি বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রায় প্রতিটি ম্যাচেই হাসছে এই ক্রিকেটারের ব্যাট। তার অধিনায়কত্বে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে তার দল। দলের এমন সুসময়ে অনাকাঙ্খিত এক ঘটনায় জড়িয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের নাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এক ক্রিকেটারের সঙ্গে তার হাতাহাতির অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাতাহাতির বিষয়টি চাউর হতে থাকে। পরবর্তীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগের বিষয়ে মুখ খোলেন রংপুর রাইডার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর শানিয়ান তানিম। এমন ঘটনাকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেন তিনি।
এই বিষয়ে শানিয়ান তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়, এই ধরনের সংবাদ মিডিয়াতে আসা উচিত নয়। ফোর্ড হোক বা অন্য কোনো বিদেশি ক্রিকেটার, এটা আমাদের দায়িত্ব তাদের খেয়াল রাখা। কারণ তারা দিন শেষে আমাদের অতিথি। এমন কিছু হয়নি যেটা মিডিয়াতে আসার মতো। আমি ঘটনার সময় ওই জায়গাতে ছিলাম, কোনো হাতাহাতি হয়নি। এটা পুরোপুরি গুজব। যারা এই ধরনের সংবাদ প্রকাশ করেছে, তারা কেন করেছে আমি সত্যিই জানি না।’
চট্টগ্রামের র্যাডিসন হোটেলে উঠেছে বিপিএলের পাঁচটি দল- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা। এর আগে, অভিযোগ ওঠে কুমিল্লার ক্রিকেটার ফোর্ডের বরাদ্দকৃত কক্ষে ভুল করে ঢুকে পড়েন সোহান। বিষয়টি মেনে নিতে পারেনি ফোর্ড। এক পর্যায়ে দুজন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।