ঢাকাকে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা
ঢাকার সম্ভাবনা শেষ হয়েছে বহু আগেই। প্রথম দল থেকে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুর্দান্ত ঢাকার। নামে দুর্দান্ত হলেও মাঠের ক্রিকেটে ভঙ্গুর পারফরম্যান্স দলটির। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আবার হারের তিক্ততা পেল ঢাকা। দিনের প্রথম ম্যাচে তাদের পাঁচ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। এ জয়ে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল এনামুল হক বিজয়ের দল।
টস জিতে আগে ব্যাট করতে নামা ঢাকা ২০ ওভারে সাত উইকেট হারিয়ে তোলে ১২৮ রান। জবাবে ১৫.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৩১ রান করে জয়ের পথ সুগম করে খুলনা।
ঢাকার পুঁজি ছিল সামান্য। চট্টগ্রামের ব্যাটিংবান্ধব উইকেটে খুলনার জন্য এটি মামুলি লক্ষ্যই বলা চলে। তবে, অল্প রানের লক্ষ্যেও শুরুটা ভালো হয়নি খুলনার। প্রথম বলেই শরিফুল ইসলামের বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন অধিনায়ক বিজয়। আরেক ওপেনার এভিন লুইসকেও ফেরান শরিফুল। চার রান করেনন লুইস। ১৭ রানে দুই উইকেট হারানো খুলনার হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও শাই হোপ। দুজনে ৪৯ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। ৩০ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন ইমন। হোপ আউট হন ২৮ বলে ৩২ রান করে।
এতে অবশ্য খুলনার জয়ের পথে খুব একটা বাধা আসেনি। আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ছিটকে পড়ে ঢাকা। ২০৪ স্ট্রাইক রেটে ২১ বলে দুই চার ও চারটি ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন আফিফ।
ঢাকার পক্ষে শরিফুল ও তাসকিন দুটি করে উইকেট নেন।
এদিকে, আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই নাঈম শেখকে হারায় ঢাকা। দলীয় ১৮ রানে এলবির ফাঁদে পড়ে ৫ রান করে বিদায় নেন নাঈম। ওয়ানডাউনে নামা সাইফ হাসানও টিকতে পারেননি। তিনি বিদায় নেন গোল্ডেন ডাকে। জোড়া ধাক্কার পর বাকি পথ শুধু হতাশাই দেখেছে ঢাকা। দলের কোনো ব্যাটার ৩০ এর ঘরে যেতে পারেননি। সর্বোচ্চ রান করেছেন সৈকত। তাও মাত্র ২৬ রান। এমন ব্যর্থতায় নির্ধারিত ওভারে ১২৮ রান সংগ্রহ করে ঢাকা।
খুলনার পক্ষে তিনটি করে উইকেট নেন ওয়েইন পারনেল ও মুকিদুল ইসলাম।