ডাকেটের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে এগিয়ে ইংল্যান্ড
রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট আলোচনায় ছিল প্রথম দিন থেকেই। অভিষিক্ত সরফরাজ খানের ফিফটি, জাদেজার কারণে তার রান আউট নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। সেসব ছাপিয়ে সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করে ভারত। পাঁচ উইকেটে ৩২৬ রান নিয়ে আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) টেস্টের দ্বিতীয় দিন মাঠে নামে ভারত। তবে, তাদের বেশিদূর যেতে দেননি ইংলিশ বোলাররা।
৪৪৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস। ভারতকে অলআউট করে ব্যাট করতে নামা ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে দুই উইকেটে ২০৭ রান নিয়ে।
এখনও ২৩৮ রানে পিছিয়ে থাকলেও ব্যাটিং ও বোলিং মিলিয়ে সার্বিকভাবে আজ ইংলিশরাই এগিয়ে। ওপেনার জ্যাক ক্রলি ১৫ রান করে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার বেন ডাকেট শতক তুলে নেন। ১১৮ বলে ১৩৩ রানের ঝলমলে ইনিংস খেলে অপরাজিত আছেন তিনি। তৃতীয় দিনে আগামীকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) তার সঙ্হে মাঠে নামবেন ৯ রানে অপরাজিত থাকা জো রুট। ক্রলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন ওলি পোপ। তার ব্যাট থেকে আসে ৩৯ রান।
ভারতের পক্ষে একটি করে উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।
এর আগে ব্যাটহাতে ভারতের পক্ষে অধিনায়ক রোহিত শর্মা ১৩১ রান ও রবীন্দ্র জাদেজা করেন ১১২। সরফরাজ ৬২ রানে রানআউট হন। এর বাইরে ধ্রুব জুরেলের ব্যাট থেকে আসে ৪৬ রান।
ইংলিশদের হয়ে চার উইকেট শিকার করেন মার্ক উড। রেহান আহমেদ পান দুই উইকেট।