রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ালেন অশ্বিন
রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ। ম্যাচের দ্বিতীয় দিনে দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে অনন্য এক কীর্তি গড়েন রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশ ওপেনার জ্যাক ক্রলিকে ফিরিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৫০০তম উইকেট। ইতিহাসে নবম ও দ্বিতীয় ভারতীয় হিসেবে এ মাইলফলক গড়েন অফ স্পিনার অশ্বিন।
এমন এক কীর্তি গড়া টেস্টের বাকি সময়টা খেলবেন না অশ্বিন। মায়ের অসুস্থতার কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ালেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
বিসিসিআই তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলে, ’রাজকোট টেস্টের বাকি সময়টা অশ্বিনকে পাচ্ছি না আমরা। মায়ের অসুস্থতার কারণে সে খেলবে না। সবার আগে পরিবার। আমরা তার পাশে আছি। তার মায়ের সুস্থতা কামনা করছি।’
অশ্বিন যদি না ফেরেন, তাহলে ম্যাচের বাকি তিনদিন ১০ জন নিয়ে খেলতে হবে ভারতকে। আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় করোনা আক্রান্ত হয়ে মাঠের বাইরে গেলে তার পরিবর্তে একজন নামানো যাবে। ফলে, ভারতকে ১০ নিয়ে রাজকোট টেস্টের বাকি পথ পাড়ি দিতে হতে পারে।