প্লে-অফের টিকিটের আশায় আগে ব্যাটিংয়ে বরিশাল
চলমান বিপিএলের প্লে-অফের দুটি জায়গা নিশ্চিত। একটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, আরেকটি রংপুর রাইডার্সের। বাকি দুটি কারা হবেন? সেই জন্যই ত্রিমুখী লড়াই ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে। পরিস্থিতি যখন এই তখন জয় ছাড়া বিকল্প নেই বরিশাল।
সেই লক্ষ্যেই আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। প্লে-অফের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে আজ সিলেটের বিপক্ষে মাঠে নেমেছে বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে সিলেটের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে তামিম ইকবালের দল।
চলতি বিপিএল থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে দুর্দান্ত ঢাকার। সিলেট স্ট্রাইকার্সের সুযোগ থাকলেও সেটা অনেক ক্ষীণ। তাই বাকি তিন দলের লড়াই প্লে-অফের জন্য। ফলে বরিশাল, চট্টগ্রাম ও খুলনার বাকি সবগুলো ম্যাচে জয়ে চোখ।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, কেশভ মহরাজ, কাইল মায়ার্স, সৈয়দ খালেদ আহমেদ,ওবেদ ম্যাকয় ও সাইফ উদ্দিন।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, অ্যাঞ্জেলো পেরেরা, রায়ান বার্ল, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, শফিকুল ইসলাম ও সানজামুল ইসলাম।