বিপিএলে অন্যরকম বিশ্বরেকর্ড গড়ল তাসকিনের ঢাকা
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চলতি বিপিএলে দারুণ শুরু করেছিল দুর্দান্ত ঢাকা। কিন্তু এরপর কেবলই হতাশার গল্প, ঢাকার জন্য হারই হয়ে ওঠে অমোঘ নিয়তি। নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষেও হারের বৃত্ত ভাঙতে পারেনি দলটি। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে টানা ১১ ম্যাচ হেরেছে তাসকিনরা।
গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ১০ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১১ ম্যাচে ছয়টিতে জিতল তারা। ১২ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে চট্টগ্রাম। স্বভাবতই তালিকার তলানির দল লিগ পর্বের ১২ ম্যাচে মাত্র একটিতে জেতা ঢাকা। বিপিএলের ইতিহাসে তারাই একমাত্র দল, যারা টানা ১১ মাচ হারল।
শুধু তাই নয় চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা হারিয়ে দিয়েছিল গত দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এরপর আর জয়ের মুখ দেখতে পারেনি দলটি। বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে এক আসরে টানা এত বেশি ম্যাচ হারের রেকর্ড নেই আর কোনো দলের।
বিপিএলের এক আসরে সব মিলিয়ে ১১ ম্যাচ হারের নজির অবশ্য আগেও আছে। ২০১৯ সালে প্রতিযোগিতার সপ্তম আসরে ১১ ম্যাচ হেরেছিল সিলেট থান্ডার। তবে তারা টানা হারেনি।