আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের লড়াই। নতুন প্রকাশিত তালিকায় বড় রদবদল হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজে টানা দুই জয়ে শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত জয়ে উন্নতি হয়েছে ভারতেরও। আর গত দুই মাসে কোনো টেস্ট না খেলেও সুখবর পেল বাংলাদেশ।
গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) আইসিসি হালনাগাদকৃত সবশেষ র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। পাঁচ থেকে চারে উঠে এসেছে চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যরা। পয়েন্টের শতাংশের ওপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার হিসাব হয়। সব দল সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পায় না বলে পয়েন্টের বদলে পয়েন্ট শতাংশের দিকেই আস্থা রাখছে আইসিসি।
টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত মোট চারটি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তিন জয়ের বিপরীতে পরাজয় আছে একটি। পয়েন্ট ৩৬। পয়েন্ট শতাংশ ৭৫.০০। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হারের পর পয়েন্ট তালিকায় তিন ধাপ অবনমন হয়ে পাঁচে নেমে গিয়েছিল ভারত। বিশাখাপত্তমের পর রাজকোট টেস্ট জিতে আবারও নিজেদের জায়গা পুনরুদ্ধার করল রোহিতরা। তাদের পয়েন্টের শতাংশ ৫৯.৫২।
এদিকে, গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১০ ম্যাচে ছয় জয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.০০। দুই ম্যাচে এক জয় ও এক পরাজয়ে ১২ পয়েন্টস নিয়ে চারে অবস্থান বাংলাদেশের। শান্তদের পয়েন্টের শতাংশ ৫০.০০। পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্টের শতাংশ ৩৬.৬৬। ছয়ে থাকা ক্যারিবীয়দের পয়েন্টের শতাংশ ৩৩.৩৩। সাতে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্টের শতাংশ ২৫.০। আট ম্যাচে মাত্র তিন জয়ে পয়েন্ট টেবিলের আটে আছে ইংল্যান্ড। তাদের পয়েন্টের শতাংশ ২১.৮৭।