বিপিএলের প্লে-অফের সূচিতে পরিবর্তন
শেষের পথে বিপিএলের রাউন্ড রবিন লিগের খেলা। ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো তারকাসমৃদ্ধ দলগুলো। আগামী সপ্তাহেই শুরু হবে প্লে-অফের লড়াই। এর আগে সূচিতে এলো পরিবর্তন।
গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে সময়সূচি পরিবর্তনের বিষয়টি জানায় বিসিবি। মূলত পবিত্র শবে বরাতের কারণে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগের সূচি অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি ছিল এলিমিনেটর ও কোয়ালিফায়ার-১ ম্যাচ।
সূচি পরিবর্তিত হয়ে ২৫ ফেব্রুয়ারির ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। পরের দিনকে রাখা হয়েছে রিজার্ভ ডে হিসেবে। আর নতুন সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচটি একদিন পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সূচিতে পরিবর্তন এলেও ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে ফাইনালের দিনক্ষণ অপরিবর্তিতই আছে। বিপিএল ২০২৪ এর ফাইনাল যথারীতি ১ মার্চ অনুষ্ঠিত হবে।