তানজিদের সেঞ্চুরিতে খুলনাকে চ্যালেঞ্জ জানাল চট্টগ্রাম
বিপিএলের এবারের আসরের লিগ পর্ব প্রায় শেষদিকে। জমে উঠেছে পয়েন্ট তালিকার সেরা চারে থেকে প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াই। বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি শেষ চারের সম্ভাবনা টিকিয়ে রাখা দুই দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। প্লে-অফ নিশ্চিতের মিশনে বিজয়ের খুলনাকে ১৯৩ রানের চ্যালেঞ্জ জানাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯২ রান তোলে চট্টগ্রাম। ব্যাট হাতে সর্বোচ্চ ১১৬ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।
শেষ চার নিশ্চিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই চট্টগ্রামের সামনে। এমন সমীকরণ মাথায় রেখে ব্যাটিংয়ে নামলেও শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় চার রানের মাথায় মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। অবশ্য, সৈকত আলীকে সঙ্গে নিয়ে সেই চাপ ভালোভাবে সামাল দেন তামিম। এই জুটিতে যোগ হয় আরও ৫৬ রান।
দলীয় ৬০ রানের মাথায় সৈকতের বিদায়ে ভাঙে এই জুটি। ১৭ বলে ১৮ রান আসে তার ব্যাট থেকে। এরপর টম ব্রুসকে নিয়ে দারুণ এক জুটি গড়েন তামিম। এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পায় চট্টগ্রাম। মাঝে ৫৮ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তানজিদ। দলীয় ১৭০ রানের মাথায় ৬৫ বলে ব্যক্তিগত ১১৬ রানে ফেরেন এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে ৬১ বলে ১১০ রানের জুটি। অবশ্য তানজিদ ফিরলেও শেফার্ডকে নিয়ে দলকে এগিয়ে নেন ব্রুস। শেষমেশ ১৯২ রানে থামে চট্টগ্রাম। ২৩ বলে ৩৬ রান করে অপরাজিত ছিলেন ব্রুস।