ফিলিস্তিন ম্যাচের আগে দুশ্চিন্তায় বাংলাদেশ
আগামী ২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে দেশে ও দেশের বাইরে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২১ মার্চ প্রথম লেগের ম্যাচটি হবে কাতারে, ২৬ মার্চ দ্বিতীয় ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়। বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে অনিশ্চিত গুরুত্বপূর্ণ দুই ফুটবলার মোরসালিন ও তারিক কাজী।
গত ৬ ফেব্রুয়ারি ফেডারেশন কাপে ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচে চোট পান তারিক। এই চোটে তিনি বাংলাদেশ পুলিশ এফসি ও রহমতগঞ্জের বিপক্ষে খেলতে পারেননি। শেখ রাসেলের বিপক্ষে শুক্রবার বসুন্ধরার পরের ম্যাচের বিবেচনাতেও নেই তিনি।
চোট থেকে সেরে উঠার লড়াইয়ে থাকায় ২ থেকে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে হতে যাওয়া জাতীয় দলের দুই সপ্তাহের ক্যাম্পে থাকার সম্ভাবনা নেই তার। যদিও এই বিষয়ে এখনও আনু্ষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাফুফে। এদিকে, পায়ের চোটের কারণে অনেক দিন ধরে মাঠের বাইরে তরুণ ফুটবলার শেখ মোরসালিন। খেলার বাইরে থাকায় বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ডের আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকাটা অনিশ্চিত হয়ে পড়েছে।
সৌদি আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের প্রস্তুতি চলছে। হাভিয়ের কাবরেরা দল প্রায় গুছিয়ে এনেছেন। স্প্যানিশ কোচ বলেছেন, ‘সৌদি আরবের ক্যাম্প নিয়ে শেষ সময়ের গোছগাছ চূড়ান্ত করছি। সেখানকার সুবিধা, ফ্লাইট টিকেট, কোচিং স্টাফ ও ক্যাম্পের দল চূড়ান্ত করতে প্রিমিয়ার লিগে পরের দুই রাউন্ডের ম্যাচের অপেক্ষায় রয়েছি। ভ্রমণ ও ট্রেনিং শুরুর বিষয়গুলো দেখছি।'