ক্ষতিপূরণের অর্থ দিয়ে আলভেজের পাশে নেইমার
ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ রক্ষা পেলেন না ধর্ষণ মামলা থেকে। স্পেনের আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড ও দেড় লাখ ইউরো জরিমানা করেছে। চূড়ান্ত রায়ে এ সিদ্ধান্ত জানানো হয়। আলভেজের পাশে শুরু থেকেই ছিলেন নেইমার। আবারও দাঁড়ালেন জাতীয় দল ও ক্লাবের সাবেক এই সতীর্থের পাশে।
গোল ডটকমের প্রতিবেদন মতে, ভুক্তভোগীর ক্ষতিপূরণ হিসেবে আলভেজকে করা জরিমানার পুরোটা শোধ করেছেন নেইমার। রায় চূড়ান্ত করার আগেই সেটি আদালতকে বুঝিয়ে দেওয়া হয়। সময়মতো এই অর্থ পরিশোধ করায় কমেছে আলভেজের সাজা।
যৌন নিপীড়নের অভিযোগে লম্বা সময় ধরেই জেল খাটছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা আলভেজ। তার ওপর আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি ঘোষণা করেছে কাতালুনিয়ার শীর্ষ আদালত। ২০২২ সালে বার্সেলোনার একটি নাইট ক্লাবে একজন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হন তিনি।
এতদিন ধরে ঝুলে থাকা মামলার রায় এলো ১৪ মাস পর। স্পেনের সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, ওই ঘটনার সময় ভুক্তভোগীর কোনো সম্মতি নেওয়া হয়নি। এর পক্ষে প্রমাণও পাওয়া গেছে। বিষয়গুলো বিবেচনা করে রায় দিয়েছে স্প্যানিশ আদালত। আলভেজের অবশ্য সুযোগ আছে এই রায়ের বিরুদ্ধে আপিল করার।