আইপিএল থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা পেসার
ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারলেও বল হাতে মোহাম্মদ শামির পারফরম্যান্স এক কথায় ছিল অবিশ্বাস্য। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই ভারতীয় পেসার। তবে, চোটের কারণে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে শামি। এবার পেলেন আরও বড় দুঃসংবাদ।
গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী চোট কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ দিয়ে ফিরতে চেয়েছিলেন শামি। তা তো হচ্ছেই না, উল্টো আইপিএল থেকেও ছিটকে গেলেন এই তারকা পেসার।
অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচার করতে হবে শামিকে। তাই আসন্ন আইপিএলেও তার খেলার সম্ভাবনা খুব ক্ষীণ। ২৮ উইকেট নিয়ে আইপিএলের গত মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসারের না থাকা গুজরাট টাইটান্সের জন্য বড় ধাক্কা বটে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘অ্যাঙ্কেলে বিশেষ একটি ইনজেকশন নিতে গত সপ্তাহের শেষের দিকে শামি লন্ডনে ছিলেন। তাকে বলা হয়েছিল, তিন সপ্তাহ পর ও হালকা দৌড়াতে পারবে এবং সুস্থ হয়ে যাবে। কিন্তু ইনজেকশন কাজ করেনি। তাই একমাত্র বিকল্প হচ্ছে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের জন্য সে আবারও যুক্তরাজ্য যাবে। শামির জন্য আইপিএল খেলা অসম্ভব ব্যাপার।’
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অক্টোবর-নভেম্বরের আগে শামির মাঠে ফেরার সম্ভাবনা কম; যার অর্থ আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপেও শামিকে পাচ্ছে না ভারত। যা ভারতের জন্য হতে পারে বড়সড় ধাক্কার কারণ।