‘ব্যক্তির চেয়ে দল বড়’, তামিম ইস্যুতে হাথুরুসিংহে
২০২৩ সালের ৬ জুলাই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উত্তাল দিন। সংবাদ সম্মেলন ডেকে আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম ইকবাল। পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত পাল্টান তিনি। তখনই একটা গুঞ্জন ছিল, বলা হচ্ছিল – তামিমের অবসরে বড় ভূমিকা ছিল কোচ চন্ডিকা হাথুরুসিংহের। তামিমের সেই নাটকীয় অবসর প্রসঙ্গে ফের কথা বললেন হাথুরুসিংহে।
গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে সাত মাস আগে তামিমের অবসর প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘সত্য কথা বলতে আমি আজ পর্যন্ত জানি না, সে কেন অবসরের সিদ্ধান্ত নিয়েছিল। এরপর বিষয়টা এতদূর গড়িয়েছিল যে, আমাদের আসলে কিছু করার ছিল না। এরপর আমার মনোযোগ ছিল দল নিয়ে। আপনারা জানেন, আমার কাছে সবসময় ব্যক্তির চেয়ে দল বড়।’
এদিকে, চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরলেও ভারত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তামিম ইকবাল। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি এই দেশসেরা ওপেনারের। চলতি মাসে প্রকাশিত বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজের নাম সরিয়ে নেন তামিম। তবে তাকে দলে ফেরাতে বিপিএল শেষে আলোচনায় বসবেন বিসিবি কর্তারা।