পিএসএলে হারিস রউফকে নিয়ে দুঃসংবাদ
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড় দুঃসংবাদ পেয়েছে লাহোর কালান্দার্স। দল যখন ভুগছে তখন দুঃসংবাদটা এসেছে তারকা পেসার হারিস রউফকে নিয়ে। কাঁধের চোটে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন লাহোর কালান্দার্স এই পেস তারকা।
গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) করাচি কিংসের বিপক্ষে হারের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঘাত পান রউফ। ঘটনাটি ঘটে ইনিংসের শেষ ওভারে। তখন হাসান আলির বলে দারুণ এক ক্যাচ নেন তিনি। ঠিক ওই সময়ই চোট পেয়ে যান রউফ। যা থেকে সেরে উঠতে কমপক্ষে ৪-৬ সপ্তাহ সময় লাগবে পাকিস্তানি পেসারের।
লাহের কালান্দার্সের পক্ষ থেকে আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে। লাহোর জানিয়েছে, কাঁধ নড়ে গেছে রউফের। দলের পরিচালক সামিন রানা জানিয়েছেন, রউফের চোট ‘তেমন বড়’ কিছু নয়। তবে জাতীয় দলে তাঁর ‘সম্ভাবনার কথা ভেবে’ কোনো ঝুঁকি নিতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি।
রউফের ছিটকে যাওয়া প্রসঙ্গে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘দল হিসেবে হারিস রউফের চোটে আমরা গভীরভাবে দুঃখিত। দলের অন্যতম স্তম্ভ বলে তাকে ছিটকে যেতে দেখা দুঃখের। তার অনুপস্থিতি টের পাব আমরা।’