তামিম অধ্যায়ের অবসান আজ?
শেষের শুরুতে চলে এসেছে বিপিএল। আর মাত্র চার ম্যাচ পর পর্দা নামবে দশম আসরের। সেরা চার দল নিয়ে আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব। এলিমিনেটরে দুপুর দেড়টায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটরে জিতলে সরাসরি ফাইনালে যেতে না পারলেও হারলে বাদ।
বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। গত কয়েক ম্যাচে আছেন ছন্দে। দলকে প্লে-অফে ওঠাতে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম। তবে, দেশের ক্রিকেটে ইদানিংকালে সবচেয়ে বেশি চর্চিত মানুষ তিনি। ইতিবাচক ও নেতিবাচক—দুটি মিলিয়ে তামিম মানেই আলোচনা।
সবচেয়ে বেশি আলোচনা হয়, আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ফিরবেন কি না তা নিয়ে। দেশসেরা ওপেনার জাতীয় দলের বাইরে দীর্ঘদিন থেকে। বিপিএল দিয়ে ফিরেছেন মাঠের ক্রিকেটে। তবে, জাতীয় দলে ফের কবে দেখা যাবে তাকে, সেটি অনিশ্চিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের সর্বশেষ বোর্ডসভায়ও এ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
এসবের সঙ্গে যোগ হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তামিমের বাদ পড়ার পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজের দলে না থাকা। সবমিলিয়ে তামিমের শেষটা দেখে ফেলছেন অনেকেই। আর সেটি হলে, চট্টগ্রামের সঙ্গে আজ যদি হেরে যায় বরিশাল, সম্ভবত সমাপ্তি হবে তামিম অধ্যায়ের। কারণ, গত এক বছরের চিত্রে যা বোঝা গেছে, তাতে তামিম আবার খেলবেন এমন ভরসা রাখা বড্ড কঠিন।