বিদায় নিলেও দলের পারফরম্যান্সে খুশি শুভাগত
চলতি বিপিএলে সবচেয়ে চমক জাগানিয়া দলের নাম বলতে গেলে শুরুর দিকেই আসবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাম। দলটিতে তেমন নামি-দামি তারকা না থাকলেও ভক্তদের প্রত্যাশা পূরণ করেছে। এলিমিনেটরে তামিমের বরিশালের সঙ্গে হেরে বিদায় নিলেও ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক শুভাগত হোম চৌধুরী।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের পারফরম্যান্স নিয়ে শুভাগত বলেন, ‘আমি বলব যে আমরা সন্তুষ্ট। আমরা যেভাবে ক্রিকেট খেলেছি প্রতিটি ম্যাচে, সত্যিই অসাধারণ। কিন্তু প্লে অফে সেভাবে হয়তো পারফর্ম করতে পারিনি। ছেলেরা যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেছে, আমাদের মোমেন্টাম এনে দিয়েছে, আমি খুশি।’
শুভাগত হোম আরও বলেন, ‘গত বছর থেকে এই বছরের দলটা অনেকটা গোছানো। যারা খেলেছে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এই বছর। আমাদের দলের বন্ডিংটা ভালো ছিল। সেই হিসেবে আমাদের খুব বেশি নামি প্লেয়ার ছিল না, আমাদের বন্ডিং ভালো ছিল, সেই হিসেবে ফল আমাদের পক্ষে এসেছে।’
উল্লেখ্য, এলিমিনেটর রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে চট্টগ্রাম। জবাবে ৩১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় বরিশাল। অথচ গ্রুপ পর্বের দুই ম্যাচেই বরিশালকে হারিয়েছিল চট্টগ্রাম। কিন্তু নকআউট পর্বে এসে ঠিকই জয় তুলে নিল তামিম ইকবালের দল।