বিপিএলে মুশফিকের বিব্রতকর রেকর্ড
চলতি বিপিএল দিয়েই পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় পেসার মুশফিক হাসানের। প্রথম বিপিএলেই সুযোগ পান সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলে খুব একটা খারাপও করেননি। তবে নকআউট পর্বে এসে স্নায়ুচাপ সামলাতে পারেননি এই পেসার। বিপিএলের সবচেয়ে খরুচে বোলারের অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ে ফেললেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৮৫ রানের বড় পুঁজি পায় রংপুর। কুমিল্লার পেসার মুশফিক হোসেন ৪ ওভারে দেন ৭২ রান। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ।
চলতি বিপিএলে চার ওভারের স্পেলে সবচেয়ে বেশি খরুচে বোলার হিসেবে নাম লিখিয়েছিলেন আরেক দেশীয় ক্রিকেটার আল আমিন হোসেন। কুমিল্লার বিপক্ষে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন তিনি। তার রেকর্ড ভাঙলেন আজ মুশফিক। এর আগে ২০১৯ সালে ঢাকা প্লাটুনের বিপক্ষে চার ওভারে ৬০ রান দিয়েছিলেন চট্টগ্রামের নাসির হোসেন।