হৃদয়ের সঙ্গে জুটিকে জীবনের সেরা মানছেন লিটন
সাকিবের রংপুর রাইডার্সকে উড়িয়ে বিপিএলের ফাইনালে লিটনের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুরের ছুঁড়ে দেওয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় কুমিল্লা। কিন্তু ১৪৩ রানের দুর্দান্ত এক জুটিতে সব চাপ উড়িয়ে দেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। এই জুটিকেই নিজের ক্যরিয়ারের সেরা মানছেন লিটন।
লিটন-হৃদয়ের ব্যাটিং তাণ্ডবে ৯ বল আগেই রংপুর রাইডার্সকে হারায় কুমিল্লা। ম্যাচ শেষে হৃদয়ের সঙ্গে ৮৯ বলে ১৪৩ রানের জুটিকে নিজের ‘জীবনের সেরা’ বলে আখ্যা দিলেন লিটন।
সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, ‘অসাধারণ, আমার জীবনের তো সেরা। এরকম কখনো হয়নি সঙ্গীর সঙ্গে এমন ব্যাট করেছি। আমার মনে পড়ে না। যেভাবে সে ব্যাট করেছে অ্যামেইজিং। নন স্ট্রাইকিং থেকে দেখে ভালো লাগছিল। তার চেয়ে বড় কথা হচ্ছে, একজন সঙ্গীর কাজ হচ্ছে আরেকজন সঙ্গীকে নির্ভার করে দেওয়া। সে আমাকে নির্ভার করে দিয়েছে বাকিটা খেলার জন্য।’
এই ম্যাচে রাসেল-মঈনের মতো তারকাদের ছাপিয়ে নিজেদের মেলে ধরতে পারায় বেশ খুশি অধিনায়ক লিটন। এই বিষয়ে তিনি বলেন, ‘সাধারণত আমরা এত বড় বড় রান তাড়া করি না। ওইদিক থেকে অন্যতম সেরা বলতে পারেন। যেহেতু দুজনই বাঙালি, দুজনই জাতীয় দলের খেলোয়াড়। আশা করি, এভাবে চালিয়ে যেতে পারব।’