ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল
দেখতে দেখতে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। শেষ হাসিটা কে হাসবে? সুপার ফ্রাইডেতে বিপিএলের দশম আসরের শিরোপা কার হাতে উঠছে? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। বিপিএলের দশম আসরের ফাইনালে টসে জিতে লিটনদের ব্যাটিংয়ে পাঠিয়েছে তামিমের বরিশাল।
আজ শুক্রবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মেগা ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। প্রথম কোয়ালিফায়ারে যে উইকেটে খেলা হয়েছিল, সেই একই উইকেটে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। তাই এই ম্যাচ হাইস্কোরিং হবে, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।
বিপিএল ফাইনাল নিয়ে উন্মাদনা চরমে। সেই উন্মাদনার রেশ ছড়িয়ে দিতে জমজমাট ফাইনালটি দেশের বাইরেও উপভোগের সুযোগ করে দিয়েছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের ৬৪টি দেশ থেকে ফাইনাল উপভোগ করা যাবে, যা বিপিএল সম্প্রচারের ইতিহাসে নতুন রেকর্ড।
২০২২, ২০১৫ ও ২০১২ সালে হওয়া প্রথম আসরের ফাইনালে উঠেও দুইবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং একবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে হেরে রানার্সআপ হয়েছে বরিশাল। তামিমদের সামনে সুযোগ প্রথমবারের মতো বিপিএল শিরোপা ঘরে তোলার। এবারের বিপিএল ফাইনালে জিততে হলে ইতিহাস বদলাতে হবে বরিশালকে।
অন্যদিকে, বিপিএল ফাইনাল মানেই কুমিল্লার আধিপত্য। এর আগে, চারবার ফাইনাল খেলে প্রতিবারই শিরোপা ঘরে তুলেছে দলটি। তাই কুমিল্লার সামনে সুযোগ রেকর্ড পঞ্চম শিরোপা ঘরে তোলার। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।