কী নির্দেশনা আছে শান্তদের ‘দ্য টাইগার্স কোড’ বইয়ে?
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের দলে ডাক পেয়েছেন ব্যাটার জাকের আলী অনিক। অনুশীলনে যোগ দেওয়ার প্রথম দিনই তার হাতে একটি বই তুলে দেন তাসকিন আহমেদ। ‘দ্য টাইগার্স কোড’ নামের সেই বইতে কি আছে, তা নিয়ে হচ্ছে আলোচনা।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগের সূচনা। তিন ফরম্যাটেই শান্ত সামলাবেন লাল-সবুজের জাতীয় দলকে। শান্তর পূর্ণকালীন অধিনায়কত্বের শুরুটা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে। শান্তর অধিনায়কত্বের শুরুর আগে দলের সদস্যরা ‘দ্য টাইগার্স কোড’ হাতে পেয়েছেন। কি লেখা আছে সেই বইতে, চলুন জেনে নিই।
জানা গেছে, গত বছর ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে আসামের গুয়াহাটিতে যখন প্রস্তুতি ম্যাচ খেলতে যায় বাংলাদেশ, তখন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই নিয়ম চালু করেন। এই বইতে বাংলাদেশ ক্রিকেটের সংস্কৃতি কেমন হবে, কিভাবে ক্রিকেটাররা একটা আদর্শ দল হয়ে খেলতে পারবে। সবকিছুর উর্ধ্বে দলের প্রতি বিশ্বস্ততাকে প্রাধান্য দেওয়া— যা টাইগার্স কোডের মূল কথা। সংবিধানের মতো গুরুত্ব বহন না করলেও ‘দ্য টাইগার্স কোড’কে বাংলাদেশ ক্রিকেটের অলিখিত সংবিধান বলা যায়।
ড্রেসিংরুমে অনিককে স্বাগত জানানোর দিনই ‘দ্য টাইগার্স কোড’ সম্পর্কে বিস্তারিত বলেন তাসকিন আহমেদ। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘এই টাইগার্স কোড বইটার মধ্যে প্রথমেই যে ব্যাপারটা, সেটা হলো সবকিছুর উর্ধ্বে দল। এটাকে শুধু বই হিসেবে মনে না করে আমরা চাই এই জিনিসটা আমাদের মনের মধ্যেও থাকুক।’