জাকেরের অভিষেক, একাদশে যারা
অপেক্ষার পালা শেষে বাংলাদেশের ক্রিকেট ফিরেছে আন্তর্জাতিক অঙ্গনে। বিপিএলের উন্মাদনা শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (৪ মার্চ) নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে মাঠে নেমেছে বাংলাদেশ। এর আগে অধিনায়কত্ব করলেও পূর্ণকালীন অধিনায়ক হিসেবে এটিই শান্তর প্রথম ম্যাচে। এ যেন এক অন্যরকম অভিষেক।
এ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটেছে জাকের আলি অনিকের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার বিপিএলে নিজের সামর্থ্যের ছাপ রেখেছেন। যার পুরস্কার পেলেন অভিষিক্ত হয়ে।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচে তিন পেসার ও এক লেগ স্পিনার নিয়ে লেড়াইয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। এ ছাড়া ফিরেছেন মাহমুদউল্লাহ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি অনিক।