শুরুতেই শ্রীলঙ্কার হোঁচট, দারুণ শুরু বাংলাদেশের
টস জিতে বোলিং বেছে নেওয়ার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ। নতুন বলে ইনিংসের প্রথম ওভারেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন শরিফুল ইসলাম। তার সাফল্যে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে শুভসূচনা বাংলাদেশের।
ইনিংসের প্রথম ওভারের শরিফুলের বল আভিশকা ফার্নান্দোর ব্যাটের কানায় লেগে চলে যায় কিপার লিটন দাসের গ্লাভসে। ২ বলে একটি বাউন্ডারি মেরে শেষ হয় তার ইনিংস। যদিও প্রথম ধাক্কা কাটিয়ে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।
বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
গত বছরটা খুব একটা মন্দ কাটেনি বাংলাদেশ ক্রিকেট দলের। আন্তর্জাতিক ক্রিকেটে লাল-সবুজের প্রতিনিধিরা নিজেদের বেশ ভালোভাবেই মেলে ধরেছে। বিশ্বকাপ ব্যর্থতার পর বছরের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।
নতুন বছরের প্রথম দুই মাস কেটেছে বিপিএল উন্মাদনায়। ঘরোয়া ক্রিকেটের পালা শেষে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পালা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (৪ মার্চ) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান-ভারতের মতো না হলেও বর্তমান ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচও এখন দারুণ উপভোগ্য। ২০১৭ সালে নিদাহাস ট্রফি থেকেই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের দ্বৈরথ পায় নতুন রূপ। গত ওয়ানডে বিশ্বকাপে সাকিব-ম্যাথুস আউট বিতর্ক যে দ্বৈরথে বাড়তি মাত্রা যোগ করেছে।
এই লড়াইকে পাশে রেখে জয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টাই করতে চান অধিনায়ক শান্ত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ। জেতার জন্য যা যা করার দরকার অবশ্যই সেসব করা উচিত। আর শ্রীলঙ্কার সাথে বাইরের বিষয় নিয়ে চিন্তা করছি না, যেটা অতীতে হয়েছে, তা চলে গেছে।’