পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তুললেন এমবাপ্পে
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, তা সবারই জানা। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ যে তার পরবর্তী গন্তব্য, এটাও মোটামুটি নিশ্চিত। ক্লাব ছাড়ার আলোচনার মাঝেই ফের নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এমবাপ্পে। একক নৈপুণ্যে ফরাসি ক্লাবটিকে তুললেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।
গতকাল মঙ্গলবার (৫ মার্চ) কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ফিরতি লেগে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে তারা জয় পেয়েছিল ২-০ গোলে। দুই লেগ মিলিয়ে জিতল ৪-১ গোলে।
এই ম্যাচে অবশ্য এমবাপ্পের খেলা না খেলা নিয়ে ছিল ধোঁয়াশা। কারণ ফরাসি লিগে টানা তিন ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ দেওয়া হয়নি তাকে। কোচ লুইস এনরিকেও এমবাপ্পেকে খেলানোর ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি।
তবে, চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঠিকই পুরো সময় তাকে খেলায় পিএসজি। যার সুফল পেতেও খুব বেশি সময় লাগেনি। ম্যাচের ১৫তম মিনিটে ওসমান দেম্বেলের বাড়ানো পাসে ডি বক্সের ভেতরে বল পেয়ে সোসিয়েদাদের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দ্রুতগতির শটে জালে বল জড়ান কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশ কিছু আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতির পর নিজের জোড়া গোল পূর্ণ করেন এমবাপ্পে। ৫৬তম মিনিটের মাথায় বামদিক দিয়ে উপরে উঠে ক্ষীপ্রগতিতে নিয়ন্ত্রণে নেন এমবাপ্পে। সোসিয়েদাদের গোলরক্ষক আলেক্স রেমিরোকে পরাস্ত করে বল জালে পাঠাতে ভুল করেননি ফ্রান্সের অধিনায়ক।
অবশ্য ম্যাচের একেবারে শেষদিকে একটি গোল শোধ দেয় সোসিয়েদাদ। এ সময় জটলার মধ্যে কয়েক দফা প্রচেষ্টার পর গোল করেন মাইকেল মেরিনো। অবশ্য তার গোলটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।