মাহমুদউল্লাহ-জাকেরকে নিয়ে যা বললেন হাথুরুসিংহে
বিপিএলের অভিজ্ঞতা বেশ কাজে দিয়েছে বাংলাদেশ দলের জন্য, তা বোঝা যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর শেষ হওয়ার তিনদিনের মাথায় শুরু হয় আন্তর্জাতিক ব্যস্ততা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০০-র বেশি রান প্রায় তাড়া করেই ফেলে বাংলাদেশ। ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করে মাত্র তিন রানে হার মানে।
সেই ম্যাচে বাংলাদেশের দুই কাণ্ডারি ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও অভিষিক্ত জাকের আলী। ম্যাচে ২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ৩১ বলে দুই চার ও চারটি ছক্কায় ৫৪ রান করেন তিনি। অন্যদিকে, মাত্র ২৫ বলে ফিফটিতে পৌঁছান জাকের। জাকের যতক্ষণ ক্রিজে ছিলেন, বাংলাদেশের আশার বাতিঘর হয়ে ছিলেন। ফেরার আগে ৩৪ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৬৮ রান করেন এই ব্যাটার।
প্রথম ম্যাচে না পারলেও দ্বিতীয়টি জিতেছে বাংলাদেশ। সিরিজে এখন ১-১ সমতা। শেষ ম্যাচটি তাই অলিখিত ফাইনাল। ম্যাচের আগে আজ শুক্রবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে প্রশংসায় ভাসালেন মাহমুদউল্লাহ ও জাকেরকে।
হাথুরুসিংহে বলেন, ‘মাহমুদউল্লাহ যেভাবে খেলছে, সেটি দেখার মতো। অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। আমি বিশ্বকাপ থেকেই তাকে দেখছি, সে নিজের একটি স্টাইল তৈরি করেছে এবং সেভাবেই খেলছে। নির্ভার ও স্বাধীনভাবে সে ক্রিকেট খেলছে। আর জাকেরের ভালো গুণ হচ্ছে শান্ত থাকতে পারে। বিপিএলেও দেখেছি সেটি। আপনি যখন নিচের দিকে নামবেন, অনেক দায়িত্ব ও সীমাবদ্ধতা নিয়ে খেলতে হবে। জাকেরের এই গুণ দলকে আত্মবিশ্বাসী করছে।’