তৃতীয় টি-টোয়েন্টির আগে দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা
ক্রিকেট মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কার রোমাঞ্চকর বৈরিতা বেশ উপভোগ করছেন সমর্থকরা। অতীতের মতো এবারও দুই দলের কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সিলেটে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী শ্রীলঙ্কা জিতলেও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিকে ধরা হচ্ছে ‘অলিখিত ফাইনাল’ হিসেবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কি না দুঃসংবাদ পেল লঙ্কানরা।
গতকাল শুক্রবার (৮ মার্চ) এক বিবৃতির মাধ্যমে তৃতীয় ম্যাচ থেকে চোটের কারণে পেসার মাতিশা পাতিরানার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। হ্যামস্ট্রিংয়ের গ্রেড ১ চোটে তার খেলা হচ্ছে না। সিরিজের দ্বিতীয় ম্যাচেই বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ছিলেন এই পেসার। সে ম্যাচে নিজের স্পেলের চতুর্থ ওভার শেষও করতে পারেননি। তখন থেকেই সিরিজ নির্ধারণী টি–টোয়েন্টিতে তার খেলা নিয়ে শঙ্কা ছিল।
অবশ্য পাতিরানার ছিটকে যাওয়ার ম্যাচে ফিরছেন নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। যা লঙ্কানদের জন্য বড় স্বস্তির খবর। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এই স্পিনার। নিষেধাজ্ঞা শেষ করে তৃতীয় টি–টোয়েন্টিতে আজ মাঠে নামবেন তিনি।
এদিকে, চোটের কারণে তৃতীয় টি-টোয়েন্টিতে পেসার শরিফুল ইসলামের খেলা নিয়েও কিছুটা শঙ্কা জেগেছিল। তবে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন।