এবার তদন্তের মুখে রিয়াল মাদ্রিদ
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। খেলোয়াড় থেকে শুরু করে কোচ; বিতর্কের তালিকা থেকে বাদ যাননি কেউ। এবার রেফারির সমালোচনা করে ভিডিও প্রকাশ করায় রিয়ালের বিপক্ষে তদন্তে নেমেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
চলতি মৌসুমের শুরু থেকেই ম্যাচের আগে ও পরে রেফারির ভুলগুলো তুলে ধরে তাদের সমালোচনা করে ভিডিও প্রচার করছে রিয়াল মাদ্রিদ টিভি। লা লিগায় রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে অভিযোগ দায়ের করেছিল সেভিয়া। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
রিয়ালের বিরুদ্ধে তদন্তের ব্যাপারটি নিশ্চিত করেছে সেভিয়া। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, রিয়ালের বিপক্ষে তদন্ত শুরু করার কথা তাদের জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। রিয়ালের ভিডিও করা নিয়ে এর আগেও অনেক ক্লাব অসন্তুষ্টি প্রকাশ করেছে।
এই বিষয়ে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, রিয়াল মাদ্রিদ টিভির ভিডিওগুলো প্রতি সপ্তাহে প্রতিযোগিতাটিকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে। এই টিভি চ্যানেল যা করছে, তা অন্য কোথাও দেখিনি। তারা যা করছে, আমার কাছে তা একেবারে নেতিবাচক বলে মনে হচ্ছে। আমি নিজের ক্যারিয়ারে কখনও এমনটা দেখিনি।’