সারাদেশের রাইডারদের নিয়ে ফুডপ্যান্ডার ক্রিকেট আয়োজন
চলতি বছর আবারও রাইডারদের ক্রিকেট টুর্নামেন্ট ‘প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ’ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। এবারের আসরে ঢাকার বাইরের ফুডপ্যান্ডা রাইডারদের আটটি দল নিয়ে আজ রোববার (১০ মার্চ) ঢাকার পূর্বাচলে ক্রিকবিডি লেকপরি ক্রিকেট অ্যারেনায় দিনব্যাপী প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ-২০২৪ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, খুলনা, রংপুর ও নারায়নগঞ্জ থেকে মোট ৯৬ জন রাইডার আটটি দলে ভাগ হয়ে নকআউট, সেমিফাইনাল ও ফাইনালে অংশ নেন। বিজয়ী দলের হাতে স্মারক ট্রফি ও ২৫ হাজার টাকা প্রাইজমানি তুলে দেওয়া হয়। রানার্সআপ দলকে দেওয়া হয় ১৫ হাজার টাকা।
গত বছর শুধু ঢাকা অঞ্চলের রাইডারদের নিয়ে প্যান্ডা রাইডার প্রিমিয়ার লিগ-২০২৩ আয়োজিত হয়। এ বছর আরও বড় পরিসরে টুর্নামেন্টটি আয়োজন করে ফুডপ্যান্ডা। সেরা গ্রাহকসেবা নিশ্চিতে রাউডার পার্টনারদের ওপর অনেকটাই নির্ভর করে ফুডপ্যান্ডা। তাই, রাইডারদের কল্যাণের অংশ হিসেবে প্রতিনিয়ত তাদের জন্য স্বাস্থ্যসেবা সহায়তা, বিমা ও অনলাইন শিক্ষার মতো বিভিন্ন সহযোগিতা নিশ্চিত করছে প্রতিষ্ঠানটি।
উক্ত টুর্নামেন্টের ফুড পার্টনার ছিল লেইজার পালংকি, নিউ পেপার চেইজ ফ্রুট স্টোর, ভূঁইয়া কর্পোরেশন ও এসএন টেক্স। বেভারেজ ও স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল পুষ্টি, পেপসি, ব্লু ও হানায়। জার্সি স্পন্সর করে নিউ সান।
এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। সুবিধামতো ও দ্রত সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করছে ফুডপ্যান্ডা।