শ্রীলঙ্কার বিপক্ষে মেজাজ হারিয়ে শাস্তি পেলেন হৃদয়
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টে-টোয়েন্টিতে মেজাজ হারিয়ে বসেছিলেন তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়। আচরণবিধি ভঙ্গের কারণে তাই শাস্তি জুটল তার। তরুণ এই ব্যাটারকে ম্যাচ ফির ১৫শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা গতকাল রোববার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হৃদয়ের শাস্তি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে।
ঘটনা ঘটে গত শনিবার বাংলাদেশের ইনিংসে। চতুর্থ ওভারের খেলা চলাকালীন লঙ্কান পেসার নুয়ান থুশারার বলে বল হন হৃদয়। কিন্তু আউট হয়ে ফেরার পথে তিনি ঘুরে দাঁড়িয়ে কিছুটা আগ্রাসী হয়ে যান। তেড়ে যান শ্রীলঙ্কান ক্রিকেটারদের দিকে। পরে আম্পায়ারের হস্তক্ষেপের পর শান্ত হন হৃদয়।
ঘটনার পর অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েনি। শাস্তি হিসেবে হৃদয়কে ১৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। নিয়ম অনুসারে দুই বছরের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুটি সাসপেনশন পয়েন্ট পেলে তিনি এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন।