এবার বড় দুঃসংবাদ পেলেন শামি
গেল বছর নিজের ক্যারিয়ারের স্মরণীয় বিশ্বকাপ খেলেছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। আসরে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার নিজের করে নিয়েছিলেন এই তারকা পেসার। এরপর থেকেই তার কপালে লেগে আছে শনির দশা। মাঠের খেলায় যেন কোনোভাবেই ফিরতে পারছেন না। আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর এবার পেলেন আরও বড় দুঃসংবাদ।
বিশ্বকাপের পর ভারত বেশকিছু বড় বড় সিরিজ খেলে ফেললেও দলে ফেরা হয়নি শামির। বারবার ফেরার আশা করেও পারেননি তিনি। গোড়ালির চোটের কারণে গত তিন মাসেরও বেশি সময় ধরে মাঠের বাইরে শামি। বিসিসিআই থেকে জানানো হয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত শামি।
১৯ নভেম্বরের বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে না থাকলেও ইনজেকশন নিতে হচ্ছিল শামিকে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট স্কোয়াডেও রাখা হয় তাকে। পরে মেডিকেল টিমের ছাড়পত্র না পাওয়ায় ছিটকে যান সফর থেকে। চোট কাটিয়ে উঠতে শেষ পর্যন্ত ছুরিকাঁচির নিচে যেতে হয় শামিকে। গত ফেব্রুয়ারিতে লন্ডনে তার অস্ত্রোপচার করানো হয়।
আগামী ২২ মার্চ শুরু হয়ে এবারের আইপিএলের পর্দা নামবে ২৬ মে। এর পরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ১ জুন থেকে। বৈশ্বিক আসরের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। দুই দলের সিরিজটি শুরু হওয়ার কথা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে।