এক ম্যাচ হারলেই খারাপ দল হয়ে যাই আমরা : শান্ত
ওয়ানডে ক্রিকেটে গেল বছরটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে রীতিমত ব্যর্থ ছিলেন শান্তরা। অতীত পরিসংখ্যান নিয়ে না ভেবে নিজেদের পারফরম্যান্সে নজর দিতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২০২৩ সালে ৩২টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ জিততে পারে ১১ ম্যাচে, হার ১৮টিতেই। অথচ ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত ১০৯ ম্যাচ খেলে ৬১টিতে জয়, আর ৪৫ ম্যাচে হারে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে গত বছরের পরিসংখ্যান দুশ্চিন্তার। এই বিষয়ে আজ মঙ্গলবার (১২ মার্চ) ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন শান্ত।
এই প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমাদের সমর্থকরা সবসময় মাঠে আসেন, খেলা দেখেন এবং দলকে সমর্থন করেন। মাঝেমধ্যে আবেগে যেসব কথাবার্তা বলেন এগুলো আমাদের কারণেই বলেন, কারণ তারা আশা করেন আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারি। তাই আমরাও আমাদের দিক থেকে শতভাগ চেষ্টা করি তাদের কীভাবে ভালো ফিডব্যাক দিতে পারি।'’
শান্ত আরও যোগ করেন, ‘আমরা এক ম্যাচ ভালো খেললে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। আবার এক ম্যাচ হারলে অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীতে হয়ে আসছে। রমজান শুরু হয়েছে এটার কারণেও হতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তিত নই।’