বাংলাদেশের বিপক্ষে বৈরিতা উপভোগ করছে শ্রীলঙ্কা
ক্রিকেট যতটা চিরস্থায়ী অনিশ্চয়তার খেলা, ততটা দ্বিপাক্ষিক বৈরিতার। ভারত-পাকিস্তান থেকে শুরু করে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড—দ্বৈরথের ইতিহাস বহু পুরোনো। তাতে নতুন সংযোজন বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই। নিদাহাস ট্রফিতে নাগিন ড্যান্স থেকে শুরু, সর্বশেষ সংযোজন টাইমড আউট—মাঠের উত্তাপ কেবল ব্যাটে-বলে নয়, ছড়ায় এমনকি দুদলের শরীরী ভাষায়।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল এখন চট্টগ্রামে। টি-টোয়েন্টির পালা শেষ করে ওয়ানডের পালা শুরু হবে আগামীকাল বুধবার (১৩ মার্চ) থেকে। এর আগে সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার লঙ্কান কোচ ক্রিস সিলভারউড জানান, দুদলের এমন বৈরিতাকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।
সিলভারউড বলেন, ‘এটি অবশ্যই ভালো দিক। এমন প্রতিদ্বন্দ্বিতা দরকার আছে। এতে দুদলের লড়াইয়ের মানসিকতা তৈরি হয়। টি-টোয়েন্টিতে আমরা উভয় দলেই বেশ ভালো লড়াই দেখেছি। ওয়ানডে সিরিজেও আমরা উপভোগ্য এক দ্বৈরথ দেখতে পাব বলে আশা করছি।’
লঙ্কান কোচের মতে বাংলাদেশ খুব ভালো দল। সংবাদ সম্মেলনে তাই স্বাগতিকদের প্রশংসা করলেন তিনি। পাশাপাশি জানালেন, নিজেদের প্রস্তুতিও ভালোভাবে নিচ্ছে তার দল।
সিলভারউড আরও বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। তাদের বিপক্ষে লড়াই সবসময়ই কঠিন। আমরা নিজেদের সেভাবে প্রস্তুত করছি। নিজেদের ছন্দ ধরে রাখতে হবে। দলগতভাবে সবাইকে অবদান রাখতে হবে।’