সিরিজ শুরুর একদিন আগে শ্রীলঙ্কার দল ঘোষণা
পরদিন বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। এর আগে আজ মঙ্গলবার (১২ মার্চ) যখন সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কা কোচ ক্রিস সিলভারউড, তখনও তিনি জানেন না কাদের নিয়ে লড়াইয়ে নামবেন। আজ দুপুর পর্যন্ত দল ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট দল।
বিকেল নাগাদ অবশ্য আনুষ্ঠানিকভাবে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, শ্রীলঙ্কার স্কোয়াড কাদের নিয়ে গঠিত হয়েছে। ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব থাকছে কুশল মেন্ডিসের হাতে। সহ-অধিনায়ক প্রথম দুই টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া চারিথ আসালাঙ্কা।
দুই বছর পর লঙ্কানদের হয়ে ওয়ানডেতে মাঠে নামছেন কামিন্দু মেন্ডিস। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই খেলেছিলেন তিনি। এ ছাড়া, ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছেন লঙ্কান ক্রিকেটার লাহিরু কুমারা। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দলে ছিলেন না তিনি।
ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার স্কোয়াড
কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জানিত লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাহান আরাচ্চিগে, মাহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।