টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল নেইমারের আল হিলাল
চোটের কারণে মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাতে কি, গ্যালারিতে বসেই সাক্ষী হলেন ইতিহাসের। সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আল ইত্তিহাদকে হারিয়ে একমাত্র ক্লাব হিসেবে টানা ২৮ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ল আল হিলাল।
আজ বুধবার (১৩ মার্চ) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে এই কীর্তি গড়ে দলটি। রেকর্ডটি গড়ার পথে সৌদি প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় তিনটি এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ৯টি ম্যাচ জিতেছে আল হিলাল।
এর আগে এই রেকর্ডটি ছিল ২০১৬-১৭ মৌসুমে ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টসের টানা ২৭ জয়। ১৯৭১-৭২ মৌসুমে ইয়োহান ক্রুইফ-ইয়োহান নিসকেন্সদের আয়াক্স সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচ জিতে গড়েছিল রেকর্ডটি। ৪৫ বছর পর সেই রের্কড ভাঙে সেইন্টস।
বিশ্ব রেকর্ড নিয়ে আল হিলাল কোচ জেসুস বলেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য অর্জন। ক্লাবের সবাইকে ধন্যবাদ। তবে আগেই বলেছি রেকর্ডের চেয়ে ট্রফি বেশি গুরুত্বপূর্ণ। এ মৌসুমে আমাদের সৌদি লিগ এবং অন্যান্য কাপ জয় আল হিলালের সবার ওপর নির্ভর করছে।’
এদিকে, চোটের ছোবলে গত অক্টোবরে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে পুরো মৌসুমের জন্য হারায় আল হিলাল। তারপরও পর্তুগিজ কোচ জেসুসের হাত ধরে দুর্দান্ত সময় কাটছে দলটির; সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাস্রের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে তারা।