বছরের প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
সিলেট পর্ব শেষ, এবার চট্টগ্রামে ক্রিকেট উন্মাদনার অপেক্ষা। টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিতে ওয়ানডে সিরিজই এখন ভরসা বাংলাদেশের। জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে স্বাগতিকরা। সেই লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
আজ বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। চট্টগ্রামের উইকেটে বরাবরই রানউৎসব হয়। এই সিরিজেও তেমনই প্রত্যাশা সমর্থকদের।
ওয়ানডেতে বরাবরই বাংলাদেশ ভালো দল। যদিও গত বছরে সেই সুনাম ধরে রাখতে পারেনি ক্রিকেটাররা। অতীত পরিসংখ্যান ভুলে চলতি বছরের প্রথম ওয়ানডেটা জয়ে রাঙাতে চায় লিটন-শান্তরা। ছেড়ে কথা বলতে নারাজ সফরকারী শ্রীলঙ্কাও। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ওয়ানডেতে চোখ লঙ্কানদের। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।
এদিকে, দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস আছে প্রবল; তবে সিরিজের আবহে নেই তেমন কোনো উত্তাপ। রোজার কারণে দুপুরে খুব একটা দর্শক উপস্থিতি না থাকলেও সন্ধ্যা গড়ালে উপস্থিতি বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।