জমে যাওয়া জুটি ভাঙলেন মিরাজ
দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু চারিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে কাটিয়ে উঠেন সেই চাপ। জমে ওঠে এই জুটি। অবশেষে এই জুটি ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। আসালাঙ্কাকে বোল্ড করে বাংলাদেশকে স্বস্তি দেন এই অলরাউন্ডার। চার উইকেট হারানো শ্রীলঙ্কা শতরান পেরিয়ে এগিয়ে চলছে।
সাকিবের তৃতীয় আঘাত, ব্যাকফুটে শ্রীলঙ্কা
দুই লঙ্কান ওপেনারকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তানজিম হাসান সাকিব। এবার তার তৃতীয় শিকার সাদিরা। চারে ব্যাট করতে নামা এই ব্যাটারকে থিতু হতে দেননি সাকিব। দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে সফরকারীরা। তিন উইকেট হারানো শ্রীলঙ্কা এরই মধ্যে স্কোরবোর্ডে তুলেছে ৮৮ রান।
সাকিবের জোড়া উইকেটে স্বস্তিতে বাংলাদেশ
আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ভয়ংকর হয়ে উঠেছিল শ্রীলঙ্কা। এই জুটিতে তুলে ফেলে ৭১ রান। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন তানজিম হাসান সাকিব। দশম ওভারে আবিস্কা ফার্নান্দোকে নিজের শিকার বানান সাকিব। ৩৩ বলে ৩৩ রান করে বিদায় নেন এই লঙ্কান ওপেনার। আবিস্কার পর আরেক ওপেনার নিশানকাও বিদায় করেন বাংলাদেশি পেসার।
ব্যাট হাতে শ্রীলঙ্কার ভালো শুরু
টি-টোয়েন্টি সিরিজের শেষটা মনমতো হয়নি বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। সেটা কাজে লাগানো যায়নি। সেই সিরিজ শেষে এবার ওয়ানডে লড়াইয়ে নামল বাংলাদেশ। যদিও সাগরিকায় প্রথম ওয়ানডেতে বল হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব। সেই বিবেচনায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার আভিস্কা ফার্নান্দো ও পাথুম নিশানকার ব্যাটে শুরুটা ভালোই করেছে লঙ্কানরা। প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৩২ রান তুলে ফেলেছে সফরকারীরা।
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
টসের কয়েন ছোঁড়েন নাজমুল হোসেন শান্ত। জিতে যান কুশল মেন্ডিস। আগে ব্যাটিং করাই শ্রেয় মনে করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক। দুই স্পিনার, তিন সিমার ও ছয় ব্যাটারকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান বাদ পড়েছেন, তার জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব। টি-টোয়েন্টিতে না খেলা মেহেদী হাসান মিরাজকেও ফেরানো হয়েছে।