সুস্থ হয়ে ফিরেই সালাউদ্দিনের মুখে পাপনের প্রশংসা
আগের চেয়ে অনেকটাই সুস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। প্রায় তিন মাস পর আজ বুধবার (১৩ মার্চ) বাফুফে ভবনে ফিরেছেন তিনি। নিজ কর্মস্থলে ফিরে ফুটবলের বিভিন্ন বিষয়ের পাশাপাশি টানেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের প্রসঙ্গ। নতুন মন্ত্রীকে প্রশংসায় ভাসান বাফুফেপ্রধান।
বিভিন্ন ইস্যুতে একটা সময় ক্রীড়াঙ্গন সরব ছিল পাপন-সালাউদ্দিনের বৈরি সম্পর্ক নিয়ে। সেই বিষয়ে বাফুফে সভাপতি জানান, তাদের মধ্যে সম্পর্ক কখনোই খারাপ ছিল না।
সালাউদ্দিন বলেন, ‘পাপন আর আমার মধ্যে পারিবারিক সম্পর্ক। আমাদের সম্পর্ক খুব ভালো। অনেকেই কিছু ইস্যুতে খারাপ বলে প্রচার করেছিল। আসলে তেমন কোনো ব্যাপার নয়। তিনি সেদিন আমার বাসায় গিয়েছিলেন, ফুটবল নিয়ে বেশ আলোচনা হয়েছে। তিনি জানেন, পৃথিবীতে ফুটবলের অবস্থানটা কোথায়। আমাদের ফুটবলের অগ্রযাত্রা নিয়েও কথা হয়েছে।’
এর আগে সালাউদ্দিনের বাসা থেকে বেরিয়ে পাপন বলেছিলেন, ‘উনার (সালাউদ্দিন) সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই ভালো। ছোটবেলা থেকে মাঠে যেতামই উনার খেলা দেখতে। উনার মতো কিংবদন্তি তো বাংলাদেশে দ্বিতীয়টি নেই। অনেক সময় দেখা গিয়েছে উনার কোনো কথায় আমি কষ্ট পেয়েছি। আবার আমার কথায় উনি রিয়েকশন দিয়েছেন। সেটি সেখানেই শেষ। এত বছরের সম্পর্ক তো একটা কথায় শেষ হতে পারে না।’