ক্যারিয়ারসেরা ইনিংসের পরও সতীর্থদের কৃতিত্ব দিলেন শান্ত
এর আগে ওয়ানডেতে দুটি সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় সেঞ্চুরিটা পেলেন আজ বুধবার (১৩ মার্চ)। বাংলাদেশ জাতীয় দলের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথম শতক। ১২৯ বলে ১৩ চার ও দুই ছক্কায় অপরাজিত ১২২ রানের ইনিংসটি তার ক্যারিয়ারসেরাও। চলতি বছর বাংলাদেশের প্রথম ওয়ানডেতে জয় এলো, সামনে থেকেই নেতৃত্ব দিলেন অধিনায়ক। শান্তর জন্য দিনটি নিশ্চয়ই বিশেষ!
টি-টোয়েন্টি সিরিজ হারার পর শান্ত বলেছিলেন, আমাদের চোখ এখন ওয়ানডেতে। অধিনায়ক হয়ে ওঠার আগে শান্তকে হয়ে উঠতে হতো সবার আস্থাভাজন। নেতা হওয়া অসম্ভব কিছু নয়, কিন্তু আস্থা অর্জন করাটা ভীষণ জরুরি। এই জায়গাতে শান্ত আবারও সফল।
স্কোরবোর্ডে ২৩ রান উঠতে বাংলাদেশের তিন উইকেট নেই। পুরোনো ভয় থেকেই কি না, চোখ রাঙাচ্ছিল আরেকটি হার। তবে, সেটি হয়নি। হয়নি না বলে বরং বলা চলে, হতে দেননি শান্ত। দলের দুই অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহমানকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান গন্তব্যে। প্রথমে মাহমুদউল্লাহর সঙ্গে ৬৯ রানের জুটিতে সামাল দেন শুরুর ধাক্কা। মাহমুদউল্লাহ ফিরে গেলে পঞ্চম উইকেটে মুশফিককে নিয়ে গড়েন ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি। তাতেই, ৫.২ ওভার বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ।
ছয় উইকেটে পাওয়া জয়ের ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ওঠে শান্তর হাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে নিজের চেয়ে বেশি প্রশংসা করলেন সতীর্থদের। শান্ত বলেন, ‘নতুন বলে ব্যাটিং করা কিছুটা কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি দেখেশুনে খেলতে, ধীরেসুস্থে এগোতে। আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে, তারা দারুণ করেছে। রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহ) সঙ্গে জুটিটা আমাদের ম্যাচে ফিরিয়েছে। মুশফিক ভাই তার অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন আরেকবার। যেটি আমাদের জয়ের পথ সহজ করেছে।’