ব্যাটিং কোচের কণ্ঠে মাহমুদউল্লাহর প্রশংসা
চলমান সময়টাকে বলা চলে মাহমুদউল্লাহর ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়। বাংলাদেশি এই তারকা নিজেকে আরও পোক্ত করে গড়ে তুলেছেন। অভিজ্ঞতা আর সামর্থ্যের মিশেলে হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়ে তার আছে প্রত্যক্ষ অবদান।
স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে ফেলে তিন উইকেট সেখান থেকে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন মাহমুদউল্লাহ। তার চেয়েও বড় কথা, তার ৩৭ বলে ৩৭ রানের ইনিংসটি ছিল লঙ্কান বোলারদের মনোবল ভেঙে দিতে যথেষ্ট।
কদিন আগেই বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, বিশ্বকাপের সময় থেকেই মাহমুদউল্লাহ নিজস্ব একটি স্টাইল তৈরি করেছে। স্বাধীনভাবে খেলছে সে। এবার বর্ষীয়ান এই ক্রিকেটারকে প্রশংসায় ভাসালেন জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এক ভিডিওবার্তায় হ্যাম্প বলেন, মাহমুদউল্লাহ যেভাবে খেলেছে তা অনবদ্য। ওরা বল ক্রমাগত সুইং করাচ্ছিল, উইকেট লক্ষ্য করে বল ছুঁড়ছিল। কিন্তু, সে তাদের প্রতিহত করেছে। তার মানসিকতা দুর্দান্ত ছিল। ওই সময়ে সে আক্রমণও করেছে। শান্তর সঙ্গে ৬৯ রানের জুটি দলের চাপ কমিয়ে দিয়েছে, যেটি জয়ের পথ সহজ করেছে।