জোড়া গোল করে মায়ামিকে জেতালেন সুয়ারেজ
চলতি মৌসুমে তারকা ফুটবলার লিওনেল মেসির সার্ভিস সেভাবে পাচ্ছে না ইন্টার মায়ামি। চোটের কারণে বেশিরভাগ সময়েই মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন তারকাকে। তবে, মেসির অনুপস্থিতি খুব একটা টের পেতে দিচ্ছেন না উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। জোড়া গোল করে মেসিহীন মায়ামিকে জয় এনে দিলেন তিনি।
আজ রোববার (১৭ মার্চ) মেজর লিগ সকারের ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে মায়ামি। বদলি হিসেবে নেমেও জোড়া গোল করেছেন সুয়ারেজ। বাকি গোলটি করেন লিওনার্দো কাম্পানা।
ডিসি ইউনাইটেডের মাঠে মেসিকে ছাড়া শুরুটা ভালো হয়নি মায়ামির। ম্যাচের ১৪তম মিনিটে ডিসি ইউনাইটেডকে এগিয়ে দেন জারেড স্টুরোড। যদিও ডিসি ইউনাইটেডকে বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি মায়ামি। ম্যাচের ২৪তম মিনিটে লিওনার্দো কাম্পানার গোলে ম্যাচে সমতা ফেরায় দলটি। বাকি সময়ে তেমন কোনো জোরাল আক্রমণ করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও কোনোমতেই ব্যবধান বাড়াতে পারছিল না মায়ামি। ম্যাচের ৬২তম মিনিটে রবার্ট টেলরের বদলি হিসেবে সুয়ারেজকে মাঠে নামান কোচ টাটা মার্টিনো। মাঠে নেমেই নিজের জাত চেনান এই তারকা ফুটবলার। ৭২তম মিনিটে দলীয় আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন এ উরুগুইয়ান স্ট্রাইকার।
এরপর ম্যাচের ৮৫তম মিনিটে সেই স্কোরলাইন ৩-১ করেন সুয়ারেজই। এবার বক্সের ভেতর তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বার ঘেঁষে শট নেন উরুগুইয়ান স্ট্রাইকার। বল জালে জড়ালে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। তবে, ম্যাচের ৯০তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিসি ইউনাইটেডের পেদ্রো সান্তোস।