বাংলাদেশ শিবিরে চোটের মিছিল
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। লঙ্কানদের ২৩৫ রানে আটকে দিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে স্বাগতিকরা। বোলাররা নিজেদের কাজটা করেছেন ঠিকঠাক। ফিল্ডিংয়ে নিজেদের উজাড় করে দিয়েছেন ক্রিকেটাররা। এর মধ্যেই চোটগ্রস্ত হয়েছেন একাধিক ক্রিকেটার।
বোলিং করতে গিয়ে ক্র্যাম্পের শিকার হন মুস্তাফিজুর রহমান। পেশিতে টান লাগায় শেষ করতে পারেননি পুরো দশ ওভারের কোটা। প্রথমে একবার ব্যথা পেলেও মাঠেই সেবা নিয়ে বোলিং চালিয়ে চান। দ্বিতীয় দফায় আর পেরে ওঠেননি। এমনকি হাঁটতেও কষ্ট হচ্ছিল এই পেসারের। ফলে, স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
অন্যদিকে ম্যাচের শেষ দিকে একটি বাউন্ডারি আটকাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিজ্ঞাপন বোর্ডে হুমড়ি খেয়ে পড়েন সৌম্য সরকার। চোট পান বাম হাঁটুতে। মাঠের বাইরে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেন তিনি। শেষ ওভারে তাসকিন আহমেদের বলে পয়েন্টে ক্যাচ তুলে দেন প্রমোদ মাদুশান। আকাশে ওঠা বল লুফে নিতে এগিয়ে আসেন এনামুল হক বিজয় ও বদলি খেলোয়াড় জাকের আলী অনিক।
বিজয় ক্যাচ নিলেও মুখোমুখি সংঘর্ষ হয় দুজনের। এতে ভীষণ আঘাত পান জাকের। এতটাই যে, উঠে দাঁড়ানোর শক্তি ছিল না তার। লুটিয়ে পড়েন মাটিতে। মুস্তাফিজের মতো তাকেও স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এদিকে, চোটের কারণে আগেই এ ম্যাচ থেকে ছিটকে পড়েছিলেন পেসার তানজিম সাকিব।