দ্রুত উইকেট হারিয়ে খানিক অস্বস্তিতে বাংলাদেশ
শতরান পেরিয়ে একটু একটু করে এগোচ্ছিল বাংলাদেশ। শতকের পর খানিকটা খোলসে আবদ্ধ হয়ে পড়ে স্বাগতিকরা। আট রানের মধ্যে হারায় দুই উইকেট। তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহর উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। ৩৬ বলে ২২ রান করে লাহিরু কুমারার বলে প্রমোদ মাদুশানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। এক রানে মাহমুদউল্লাহকেও ফেরান কুমারা, পরিণত করেন কুশলের ক্যাচে।
লঙ্কানদের পাওয়া চার উইকেটের সবকটিই নেন কুমারা। বিপরীতে বাংলাদেশের হাল ধরেছেন তানজিদ তামিম। বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১২০ ছাড়িয়েছে।
তামিমের অর্ধশতকে ছুটছে স্বাগতিকরা
ওপেনিংয়ে এনামুল হক বিজয়কে নিয়ে স্বস্তির শুরু এনে দেন তানজিদ তামিম। দুজনের জুটিতে আসে ৫০ রান। লাহিরু কুমারার ফুল লেন্থ বলে আভিস্কা ফার্নান্দোর ক্যাচে পরিণত হন বিজয়। আউট হওয়ার আগে ২২ বলে ১২ রান আসে তার ব্যাট থেকে। কুব একটা সুবিধা করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কুমারার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে আসে মাত্র এক রান।
তবে, তামিম তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।
তামিমের ব্যাটে ভালো শুরু বাংলাদেশের
ব্যাট হাতে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। আগের দুই ম্যাচে প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে আজ সোমবার (১৮ মার্চ) বাংলাদেশি ওপেনাররা শ্রীলঙ্কান বোলারদের খেলেছেন দেখেশুনে। দুই ওপেনার তানজিদ তামিম ও এনামুল হক বিজয়ের ওপেনিং জুটিতে আসে ৫০ রান।
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য
তলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। ফাইনালে পরিণত হওয়া তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে অল্পতে থামাল নাজমুল হোসেন শান্তর দল। আগে ব্যাট করে বেশিদূর যেতে পারেনি লঙ্কানরা। তবে, জানিথ লিয়ানাগের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে দলটি।
শেষ দিকে লঙ্কানদের পক্ষে একা লড়াই চালিয়ে যান লিয়ানাগে। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। শেষ পর্যন্ত ১০২ বলে ১১ চার ও দুই ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন লিয়ানাগে। শ্রীলঙ্কাকে এনে দেন লড়াইয়ের পুঁজি।
বাংলাদেশের পক্ষে তিন উইকেট নেন তাসকিন।মুস্তাফিজ ও মিরাজ পান দুটি করে উইকেট।