মুশফিকের যে কথায় রিশাদের অবিশ্বাস্য ব্যাটিং
রিশাদ হোসেন—অসাধারণ, দুর্দান্ত, অবিশ্বাস্য; যে কোনো বিশেষণে এই স্পিন অলরাউন্ডারকে বিশেষায়িত করা কঠিন। তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে যখন ব্যাট হাতে ধুঁকছিল বাংলাদেশ, ঠিক তখনই ১৮ বলে ৪৮ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। তার এমন ঝড়ো ব্যাটিংয়ের পেছনে আছে বড় ভাই মুশফিকের বার্তা।
আজ সোমবার (১৮ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকের সঙ্গে কি কথা হয়েছিল ব্যাটিংয়ের সময়? উপস্থাপকের এমন মন্তব্যের জবাবে রিশাদ বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রথম অবস্থায় একটু নার্ভাস লাগছিল, পরবর্তীতে যখন ব্যাটে রান আসছিল তখন দারুণ লাগছিল। মুশফিক ভাই বলছিল, তুমি বল পাইলেই মেরে দাও। এটি আমাকে আরও নির্ভার খেলতে সাহায্য করেছে।’
২৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭৮ রানে মিরাজের বিদায়ে হারের শঙ্কা জাগে বাংলাদেশের। তবে, এরপরই রিশাদ মাঠে নেমে বদলে দেন দৃশ্যপট। ২৬৭ স্ট্রাইক রেটে খেলেন ৪৮ রানের ঝড়ো ইনিংস। ৫ চার ও ৪ ছয়ে সাজানো এই ইনিংসটি ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরাও। এদিন বল হাতে ৯ ওভারে ৫১ রান দিয়ে একটি উইকেট নেন এই লেগ স্পিনার। যার সুবাদে তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।