শ্রীলঙ্কাকে টাইমড আউট সেলিব্রেশন ফিরিয়ে দিলেন মুশফিক
গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউটের রেশ এখনও কাটেনি। বাংলাদেশের বিপক্ষে গত সপ্তাহে টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইমড আউট সেলিব্রেশন করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। এবার ওয়ানডে সিরিজ জিতে সেটিই ফিরিয়ে দিলেন মুশফিক-শান্তরা।
ওয়ানডে সিরিজের ট্রফি নিয়ে পুরো দল যখন ফটোসেশনরে অপেক্ষায়, হঠাৎ হেলমেট হাতে হাজির মুশফিকুর রহিম। বিশ্বকাপে ম্যাথুস ঠিক যেভাবে তার হেলমেট ঠিক করে আম্পায়ারকে দেখাচ্ছিলেন, আউট হওয়ার পর হতবাক হয়েছিলেন—মুশফিক পুরো বিষয়টিকে তুলে ধরেছেন অভিনয়ের মাধ্যমে।
মুশফিকের এমন সেলিব্রেশনে গোটা বাংলাদেশ দল হেসে ওঠে। পরক্ষণে দলের সঙ্গে ট্রফি নিয়ে উৎসবে যোগ দেন মুশফিক। ততক্ষণে প্রবল এক খোঁচা দেওয়া হয়ে গেছে লঙ্কানদের। শ্রীলঙ্কার সেলিব্রেশন ছিল বাংলাদেশের তুলনায় সাদামাটা। সিলেটে ট্রফি নিয়ে পুরো দল হাতের ইশারায় দেখাচ্ছিল, সময় শেষ। অন্যদিকে, এক মুশফিক পুরোটা অভিনয়ের মাধ্যমে আরও একবার নিয়ে আসলেন সবার সামনে।
সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে যে উত্তাপ ছড়ায়, তাকে অগ্রাহ্য করার সাধ্য ক্রিকেটপ্রেমীদের নেই। দুদলের ক্রিকেটারদের মধ্যেও থাকে লড়াইয়ের আমেজ। বিনা যুদ্ধে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তা মাঠের ক্রিকেটে হোক কিংবা মাঠের বাইরের উদযাপনে।