মেসিকে নিয়ে শঙ্কাই হলো সত্যি!
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। শুরু করেছে অনুশীলন। এখানেই আগামী ২৩ মার্চ এল সাদভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে, দলের সঙ্গে নেই মেসি। ডান পায়ের পেশির চোটে দলে রাখা হয়নি তাকে। এমনকি, খেলবেন না ২৭ মার্চ কোস্টারিকার বিপক্ষে ম্যাচেও।
ইন্টার মায়ামির জার্সিতে গত সপ্তাহে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ন্যাশভিলের সঙ্গে ম্যাচে চোট পান মেসি। চোটের কারণে আর্জেন্টিনার জার্সিতে প্রীতি ম্যাচে কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়কের মাঠে নামা নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কাই এবার সত্যি হলো।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতির বরাতে আজ মঙ্গলবার (১৯ মার্চ) গোল ডটকমও নিশ্চিত করেছে, আকাশী-সাদাদের জার্সিতে আগামী দুটি প্রীতি ম্যাচ মিস করবেন মেসি। বিবৃতিতে জানানো হয়, আর্জেন্টিনা অধিনায়ক মেসি জাতীয় দলের পরবর্তী দুই ম্যাচে খেলবেন না। ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে চোট নতুন করে চোট পাওয়ায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আগের চেয়ে ব্যথার পরিমাণ কিছুটা কমলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না আর্জেন্টিনা।
গত বছরের প্রায় অনেকটা সময়জুড়ে চোটের সঙ্গে লড়াই করেছিলেন মেসি। ছিলেন মাঠের বাইরে, কাজ করেছেন ফিটনেস নিয়ে। পুরোনো চোট ফিরে আসা তাই অস্বস্তিকর বটে। তা ছাড়া, আগামী জুনে শুরু হবে কোপা আমেরিকা। এর আগে মেসির এমন ঘন ঘন চোটে পড়া দলের জন্য দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।